গণতন্ত্রের মুক্তির জন্য তাবিথ আউয়ালকে ভোট দেবে জনগণ: ফখরুল

তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরঢাকার দুই সিটি নির্বাচনকে খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির অংশ হিসেবে নিয়েছে বিএনপি। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউলের পক্ষে প্রচারণায় গিয়ে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশের মানুষ গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য তাবিথ আউয়ালকে ভোট দেবেন। তারা খালেদা জিয়াকে মুক্ত করবেন।’

এর আগে দুপুরে উত্তরা ৭ নম্বর জামে মসজিদে জুমার নামাজ শেষে প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। এ সময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা তাবিথ আউলের পক্ষে স্লোগান দেন এবং মিছিল নিয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেন।

প্রচারণার শুরুতে তাবিথ আউয়াল বলেন, ‘আমি প্রত্যাশা করি, নির্বাচনটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন কাজ করবে। জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি চাই, সবাই ভোটাধিকার প্রয়োগ করুক।’ নামাজ শুরুর আগে সবার কাছে দোয়া চান তিনি।