পূজার দিনে ভোট দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়: ইশা ছাত্র আন্দোলন

f66a1f79d8595d31702105234e22a1d6-5c4b12afc4190হিন্দু ধর্মাবলম্বীদের পূজার দিন ঢাকা সিটির ভোট গ্রহণের সিদ্ধান্তের চরম সমালোচনা করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বিষয়টিকে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মন্তব্য করেছে সংগঠনটি। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হাছিবুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম এ মন্তব্য করেন। শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে এই কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ‘ঐতিহাসিক ও ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অথচ এ দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় হিন্দুদের সরস্বতী পূজার দিন ৩০ জানুয়ারি ঢাকা সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। যা হিন্দু  ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। স্পষ্টত ইসি এখানে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। এর ফলে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হতে পারে না।’

বিবৃতিতে  ইশা ছাত্র আন্দোলনের নেতারা আরও  বলেন, ‘এতেই বুঝা যাচ্ছে, সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে ইচ্ছুক নয়। অনেকেই মনে করছেন পূজার দিন নির্বাচন ঘোষণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

প্রসঙ্গত, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সংগঠনটি চরমোনাই পীরের অনুসারী।