‘সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে’, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় ‘ভোটে কারচুপি হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে’, মির্জা আব্বাসের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা আব্বাসের মনে কি আছে, তাকি আমি জানি?’
সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, অথচ আ.লীগের পক্ষ থেকে সিটি নির্বাচনে তাদের প্রার্থী নিয়ে কোনও মন্তব্য বা বক্তব্য নেই, তাহলে কি তাদের প্রার্থীকে আমলে নেওয়া হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থীর পোস্টার রাস্তা-ঘাটে দেখেছি। অনেক সুন্দর চেহারার, দামী পোশাক পরা প্রার্থীর পোস্টার আমি দেখি। তবে কথাবার্তা কখন-কোথায় বলেন, তাতো দেখি বা শুনি না। তাহলে হয়তো সাংবাদিকরাই তার কথা আমলে নেন না, সংবাদ করেন না।’
সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ার অভিযোগতো আমার। কারণ, বিএনপির মহাসচিব সুন্দরভাবে তার দলের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন, আমি সে সুযোগ পাচ্ছি না।’ তবে তিনি নির্বাচনি আচরণবিধি মেনে চলছেন এবং চলবেন বলে মন্তব্য করেন।