শাসকগোষ্ঠীর সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠছে: মির্জা ফখরুল

ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন যতো ঘনিয়ে আসছে, শাসকগোষ্ঠীর সন্ত্রাসী বাহিনী ততো হিংস্র ও বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সুষ্ঠু ও ভয়ভীতিমুক্ত করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনি প্রচার চালানোর সময় ঠেলাগাড়ি প্রতীকের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ারের মদদে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা দফায় দফায় মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালায়। এতে প্রায় ২০ জন আহত হন।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতার দাপটে ত্রাস সৃষ্টির মাধ্যমে ভোট ডাকাতি ও ভোট কারচুপি করে গোটা দেশকে নিজেদের সম্পত্তি বানাতে চায়। হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে  ফখরুল বলেন, তাবিথ আউয়ালের ওপর সন্ত্রাসী হামলা পূর্বপরিকল্পিত এবং কাপুরুষোচিত। নির্বাচনকে একতরফাভাবে অনুষ্ঠিত করে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্যই প্রতিদিন বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রচারে হামলা হচ্ছে।

দেশ এখন গণতন্ত্রহীন বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই এই সরকার বিরোধী দল ও মতকে গ্রাহ্য করছে না।