ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী এনে জড়ো করছে বিএনপি: নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

বিএনপি নির্বাচনে অরাজকতা সৃষ্টি করতে চায়। এ লক্ষ্যে তারা ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী এনে জড়ো করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন।

নাসিম অভিযোগ করে বলেন, বিএনপি নির্বাচনে অরাজকতা সৃষ্টি করতে চায়। এ লক্ষ্যে তারা ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী এনে জড়ো করছে। বিএনপিকে বর্জনের আহবান জানিয়ে তিনি আওয়ামী লীগ তথা ১৪ দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।

বৈঠকে জোটের অন্যান্য নেতারা বলেন, যারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে না, ৩০ লাখ শহীদ মানে না, তাদের প্রতিনিধি আগামী নির্বাচনে জয়ী হওয়া মানে জাতির জন্য অপূরণীয় ক্ষতি। ১ ফেব্রুয়ারি নৌকার পক্ষে তাদের রায় দেওয়ার আহ্বান জানান ১৪ দলীয় জোটের নেতারা।

বৈঠকে মুজিববর্ষে জোটের কর্মকাণ্ডের প্রস্তুতিসহ বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে ১৪ দলের সূত্র জানায়। এছাড়াও বৈঠকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে লিখিত দাবি জানানোর সিদ্ধান্ত হয়।