হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব জাপার সুজন দে

সুজন দে (বাঁয়ে সাদা শার্ট পরা)জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা সাংবাদিক সুজন দে-কে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে দলটির আন্তর্জাতিক বিভাগেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি)  হিন্দু মহাজোটের  কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় জোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক সুজন দে-কে এই দায়িত্ব প্রদান করেন। এসময় ডি. কে সমিরকে আহ্বায়ক ও  শ্যামল ঘোষকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট  হিন্দু মহাজোটের ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক অঞ্জন সাহা,রাজ কুমার দাস,লিটন দাস,ভুলু চন্দ্র মণ্ডল, যুগ্ম সদস্য সচিব নির্মল খাসকেল,অজয় সরকার টিটু,উজ্জল দাস,ইন্দ্রজিত দে। কার্যকরী সদস্যরা হলেন— বিষ্ণু দাস, বিকাশ দাস, প্রেম দাস, জগন্নাথ ঘোষ, দিপু ঘোষ, শ্যামল দত্ত,বাসুদেব চন্দ্র দাস,পার্থ দাস,গোবিন্দ কুণ্ড প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দেশের হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের সংগঠন হিসেবে কাজ করছে।