সোমবার সারাদেশে মানববন্ধন করবে বিএনপি

নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীর সঙ্গে অন্যরাবিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বাড়ানোর বিষয়টিকে ‘গণবিরোধী সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে আগামী সোমবার (২ মার্চ) রাজধানীসহ সব জেলা সদর ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করেবে বিএনপি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি জানান, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে আজ শনিবারের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এর প্রতিবাদে আগামীকাল রবিবার ঢাকা মহানগরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

রিজভী জানান, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে। এ দিন সকাল ১১টায় থেকে ১২টা পর্যন্ত চলবে মানববন্ধন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘যে নেত্রী জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পক্ষে লড়াই করে যাচ্ছেন, গুরুতর অসুস্থ হওয়ার পরও গণতন্ত্র পুনরুদ্ধারে কখনোই পিছপা হননি; সেই নেত্রীকে সরকার প্রধান সহ্য করতে পারছেন না। প্রধানমন্ত্রীর লাগামছাড়া ক্রোধেরই বহিঃপ্রকাশ খালেদা জিয়ার জামিনে বাধা দেওয়া।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গ্যাসের দাম বাড়ানোর পর গত বৃহস্পতিবার সরকারের নির্দেশে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো সম্পূর্ণরূপে জনস্বার্থ পরিপন্থী। একইসঙ্গে আগামী এপ্রিল থেকে গ্রাহকদের আগের চেয়ে ২৫ শতাংশ বেশি দাম দিয়ে ওয়াসার পানি কিনতে হবে। তবে সেই পানি বিশুদ্ধ হবে কি না তার কোনও গ্যারান্টি নেই।’

রিজভী অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১২ বছরে ১৩ বার ওয়াসারা পানির দাম বেড়েছে। সরকারের গণবিরোধী এসব সিদ্ধান্তের লক্ষ্য নিজেদের লুটপাট অব্যাহত রাখা এবং দেশের মানুষকে শোষণ করে কঙ্কালসার বানানো।’