‘মুজিববর্ষে বিএনপিকে ভুলের জন্য ক্ষমা চাইতে হবে’

বিএনপি-জামাত বাংলাদেশকে ভুল পথে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে বিএনপিকে তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসতে হবে। আপনারা হুমকি দিয়ে আসছেন, হুমকি ছাড়া আপনারা কাজ করতে পারেন না। কিন্তু একাত্তরের ঘাতক জামায়াতকে না ছাড়লে রাজনীতিতে আসতে পারবেন না।

মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত ‘মুজিব শতবর্ষে শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি।

তিনি এসময় মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতীয় অতিথিদের বিষয়ে বলেন, দিল্লির সাম্প্রতিক ঘটনায় সবাই নিন্দা জানিয়েছে। ভারত থেকে অতিথিরা আসবেন, কেউ এ বিষয় নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না।

আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, আজকের বাংলাদেশ বিশ্বের জন্য রোল মডেল। এ দেশকে সবাই এখন অনুকরণ করে। বিএনপি-জামায়াতের রাজনীতি এ দেশের মানুষ গ্রহণ করেনি, করবে না। কারণ এ বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা শেখ হাসিনার বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাঙালিকে বীরের জাতিতে পরিণত করেছিলেন বঙ্গবন্ধু। মহান রাজনৈতিক কৌশলী ছিলেন তিনি। একাত্তরের পর শক্ত পাটাতনের ওপর তিনি দেশকে দাঁড় করিয়েছিলেন। দেশের যে অগ্রযাত্রা তা শুরু করে দেন বঙ্গবন্ধু, কিন্তু পঁচাত্তরে তাকে হারানোর পর দেশ অন্ধকার পথে চলে যায়। বর্তমানে শেখ হাসিনা দেশকে আলোর দিকে এনেছেন, উন্নয়নের পথে তিনি দেশকে ধাবিত করেছেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার প্রমুখ।