ঢাকা-১০ উপনির্বাচন: শফিউল ইসলামের প্রচার শুরু

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিভাবে প্রচার শুরু করেছেন শফিউল ইসলাম মহিউদ্দিন। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর হাজারীবাগের ২ নম্বর ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর দুপুর পর্যন্ত ওই এলাকাতেই প্রচার চালিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি।

প্রচারের সময় স্থানীয়দের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেছেন নৌকার প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। এসময় এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন তিনি। 

জনসংযোগের সময় তিনি বলেছেন, ‘ঢাকা-১০ আসনের বেশিরভাগ এলাকাই দক্ষিণ সিটির ভেতরে। এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবসময় নিয়োজিত থাকবো।’  

এছাড়াও নির্বাচনের জনসংযোগের কারণে যেনো গণদুর্ভোগ না হয়, সেদিকে লক্ষ্য রাখতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। দিনের প্রথম ভাগের প্রচার শেষে হাজারীবাগের কুলালমহল মসজিদে জুমার নামাজ পড়েন শফিউল ইসলাম মহিউদ্দিন।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। ১৫ ফেব্রুয়ারি গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাম ঘোষণা করেন। 

ঢাকা-১০ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ৬ ফেব্রুয়ারি। এই আসনে উপনির্বাচন হবে ২১ মার্চ।

আরও খবর: তাপসের আসনে মনোনয়ন পেলেন শফিউল ইসলাম