করোনা: জুমার নামাজে সব মসজিদে দোয়ার আহ্বান আল্লামা মাসঊদের

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে জুমার দিন মসজিদে মসজিদে দোয়া দিবস পালনের আহ্বান জানিয়েছেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান  আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

রবিবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের ইমামদের প্রতি তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া দিবস পালন করুন। একমাত্র আল্লাহ তাআলাই বিশ্বজুড়ে ছড়িয়ে এই মহামারি থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন।

বিবৃতিতে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে সব মুসলমানকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন,  পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক বেশি অরক্ষিত এবং অস্বাস্থ্যকর আমাদের বাংলাদেশ। এ দেশে করোনা ভাইরাস সংক্রমণে চীনের চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে। তাই এই মরণব্যাধি রোগ থেকে বাঁচতে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে।