করোনা ভাইরাস সচেতনতায় বিএনপি নেতাদের লিফলেট বিতরণ

লিফলেট বিতরণ করছেন ব্যারিস্টার মওদুদ আহমদকরোনা ভাইরাস মোকাবিলায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা। শুক্রবার (১৩ মার্চ) সকালে ও দুপুরে রাজধানীর কয়েকটি স্থানে দলের স্থায়ী কমিটির সদস্যরা সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, সকাল ১১টায় মহাখালী কাঁচাবাজার এলাকায় ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে করোনা ভাইরাস নিয়ে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।

এ সময় ব্যারিস্টার মওদুদের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক এ জি এম সামসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক তুহিনুল ইসলাম ও তাঁতি দলের সভাপতি আবুল কালাম।

লিফলেট বিতরণ করছেন ইকবাল হাসান মাহমুদশায়রুল কবির খান আরও  জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মোহাম্মদপুর ইকবাল রোডের পোস্ট অফিস জামে মসজিদের সামনে থেকে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম।

ইকবাল মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার করোনা নিয়ে উদাসীন রয়েছে। সারাবিশ্ব যেখানে এই ভাইরাসকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে ও মোকাবিলা করছে, সেখানে এই মহামারী নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। আশেপাশের বিভিন্ন দেশে প্রতিরোধমূলক যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের দেশের সরকারের আচরণ বলছে, তাদের প্রস্তুতির অভাব রয়েছে। বিএনপি দেশের মানুষকে সচেতন করার চেষ্টা করছে।’