‘করোনা আতঙ্কের মধ্যেও সরকারের নির্যাতনের মাত্রার কোনও কমতি নেই’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পৃথিবীব্যাপী করোনা ভাইরাস মহামারিতে রূপ নিয়েছে। এ নিয়ে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধী দলের ওপর গণবিরোধী সরকারের নির্যাতনের মাত্রার কোনও কমতি নেই; বরং তা আরও বৃদ্ধি পেয়েছে।’ বুধবার (১৮ মে) বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘অত্যাচারী ও নিপীড়ক সরকারের বর্বর শাসনে মানুষ অসহায় হয়ে পড়েছে। জনগণের কাছে জবাবদিহিতাহীন ও ভোটারবিহীন সরকারের প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ ভীত-সন্ত্রস্ত। আওয়ামী সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা দেশকে নরকরাজ্যে পরিণত করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে সরকারের প্রশাসন ও সন্ত্রাসীরা দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর যে হামলা চালিয়ে আসছে, বুধবার (১৮ মার্চ) সারিয়াকান্দিতে নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা তারই নগ্ন প্রকাশ। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের লাগামহীন পৈশাচিক দানবীয় কর্মকাণ্ডে এখন দেশবাসীর প্রতিটি মুহূর্ত অতিবাহিত হচ্ছে গভীর শঙ্কায়।’

আওয়ামী সরকারের দুঃশাসন থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুলের অভিযোগ, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ ছাত্রদলের পাঁচজন নেতাকর্মীকে বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। আহতাবস্থায় নেতারা হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি এই ঘটনার নিন্দা জানাচ্ছি।