শেখ হাসিনাকে ধন্যবাদ না জানানো বিএনপির দৈন্যতা: এম এ আউয়াল

এম এ আউয়াল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত জানার পর বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ না জানানোর মধ্য দিয়ে দলটির রাজনৈতিক দৈন্যতাই প্রকাশ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এক বিবৃতিতে সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল এ কথা বলেন।

এম এ আউয়াল বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনোভাবেই সরকারের প্রতি ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করলেন না। অথচ আইনমন্ত্রী আনিসুল হক খুব পরিষ্কার করেই বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকভাবে একজন বয়স্ক মানুষ হিসেবে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিবেচনা করেছেন। এই বিবেচনাবোধই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে অবিস্মরণীয় করে রেখেছে।’

তিনি বলেন, ‘দুর্নীতি মামলায় সাজা পাওয়া খালেদা জিয়াকে মুক্ত করতে তার দল বিএনপি গত দুই বছর ধরে ব্যর্থ হয়েছে। এই দুই বছরে খালেদা জিয়াও বুঝতে সক্ষম হয়েছেন তারর দল বিএনপি তার মুক্তিতে কতটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন, তার (খালেদা জিয়ার) পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার মুক্তি প্রার্থনা করেছেন। সেক্ষেত্রে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে, রাষ্ট্রনায়ক হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের আশু রাজনৈতিক পরিবেশ নিয়ে কতটা আন্তরিক। তার এই সিদ্ধান্ত কেবল মানবিকতাই নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থাকবে।’