স্বাস্থ্যবিধি মেনে চলুন: বাহাউদ্দিন নাছিম

বাহাউদ্দিন নাসিম করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ধৈর্য সহকারে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মহামারি করোনার প্রভাবে পুরো পৃথিবী এক সংকটময় সময় অতিক্রম করছে। এই সংকটকালীন পরিস্থিতি সাহসীকতা, ইতিবাচক মনোভাব, সচেতনতা ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে সরকার করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নিয়েছে।’

তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা মেনে চলুন। এই ভাইরাসের কোনও প্রতিষেধক বা ওষুধ এখনও আবিষ্কৃত না হওয়ায় এই পরিস্থিতিতে সচেতনতাই মানুষকে সুরক্ষিত রাখবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বের হলেও মানুষের ভিড় এড়িয়ে চলুন। হাঁচি কাশি দিতে হলে রুমাল বা টিসু পেপার দিয়ে নাক মুখ ঢেকে নিন। যেখানে সেখানে কফ থুথু ফেলবেন না। সাবান-পানি দিয়ে হাত ধোন। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদাক বলেন, ‘করোনা দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারাদেশে নির্ভীকভাবে অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে করোনা প্রতিরোধমূলক সামগ্রী ও খাদ্যদ্রব্যের ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছেন।’

বাহাউদ্দিন নাসিম বলেন, ‘প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যার যার অবস্থান থেকে যতটুকুই পারেন মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে সমাজের ধনী ও বিত্তবানদের আমি আহ্বান করতে চাই, মানবিক বিপর্যয়ে আপনারা জনগণের পাশে দাঁড়ান। করোনা মহামারিতে মানুষের প্রতি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।’