মিরপুরে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ গণসংহতির

মিরপুরে গণ সংহতি আন্দোলনের কর্মীরা দুস্থ অসহায়দের খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন

করোনা দুর্যোগের কবলে ক্ষতিগ্রস্ত, অসহায়, কর্মহীন শ্রমজীবী মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে গণসংহতি আন্দোলন। শনিবার (৪ এপ্রিল) দলটির মহানগরীর মিরপুর অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

দলের কেন্দ্রীয় প্রচার কমিটির সদস্য বাচ্চু ভুঁইয়া জানান, শনিবার মিরপুরের বেনারশী পল্লীর দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়। এতে অঞ্চল কমিটির আহ্বায়ক মাহবুব রতন, যুগ্ম আহবায়ক রতন তালুকদার, মিজান রহমান ও সুলতান সালাউদ্দিন, অর্থ সম্পাদক কাঁকন বিশ্বাস, গার্মেন্ট শ্রমিক সংহতি’র সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

মিরপুরে গণ সংহতি আন্দোলনের কর্মীরা দুস্থ অসহায়দের খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন

তিনি আরও জানান, খাদ্য সামগ্রীর মধ্যে চাল-ডাল-আলু-তেল-লবণ দুস্থদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেককে একটি করে হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া হয়। সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণের পর আশেপাশের দোকান, রাস্তার পাশের বাড়ির গেট ও বাউনিয়া বাঁধের বস্তিতে দলের পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরিধান করে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়।