ত্রাণ চুরি ঠেকাতে গণতদারকি কমিটি গঠনের দাবি




বিপ্লবী ওয়ার্কার্স পার্টিবর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ হওয়া চাল চুরির ঘটনাকে ফৌজদারি অপরাধের সমতুল্য বলে দোষীদের উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, চাল ও ত্রাণ সামগ্রী চুরি, দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে গণতদারকি কমিটি গঠন করে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। শনিবার (১১ এপ্রিল) বিকালে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

চাল আত্মসাৎ, মজুত ও কালোবাজারির ঘটনার সঙ্গে যুক্ত সব অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাইফুল হক। তিনি বলেন, এসব দুর্নীতির বিরুদ্ধে সরকারের সতর্কবাণী সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রেই সরকার দলীয় বিভিন্ন স্তরের লোকজন ও কথিত জনপ্রতিনিধিরা এসব দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। ত্রাণ নিয়ে দুর্নীতি করলে দোষী যেই হোক, তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে সাইফুল হক উল্লেখ করেন, ব্র্যাকের জরিপ অনুযায়ী এই মুহূর্তে নিম্ন আয়ের ১৪ শতাংশ মানুষের ঘরে কোনও খাবার নেই। করোনা সংক্রমণে গত এক মাসেই নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে গেছে লাখ লাখ মানুষ। আগামী দেড় থেকে দুই মাসে খাদ্য পরিস্থিতির গুরুতর অবনতি ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

এ অবস্থায় জরুরি ভিত্তিতে দেশের লাখ-লাখ অভুক্ত পরিবারের কাছে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছানোর দাবি জানান সাইফুল হক।


আরও পড়ুন:
করোনা মোকাবিলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৬ দফা প্রস্তাবনা