ডা. মঈনের মৃত্যু অবহেলাজনিত, দায় সরকারের: গণসংহতি

গণসংহতি আন্দোলন

করোনায় আক্রান্ত হয়ে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যুকে অবহেলাজনিত বলে অভিযোগ করেছে জোনায়েদ সাকি নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন। দলটির অভিযোগ, ডা. মঈনের মৃত্যুর পুরো দায় সরকারের।

বুধবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ তুলে ধরা হয়।

বিবৃতিতে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল বলেন, কর্তব্য পালন করতে গিয়ে ডা. মঈনের শহীদী মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর এই মৃত্যু অনিবার্য করে তুলেছে বর্তমান সরকার ও বিদ্যমান গণবিরোধী রাষ্ট্রব্যবস্থা। ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সরবরাহ করার দায়িত্ব ছিল সরকারের। যথেষ্ট সময় পাওয়া সত্ত্বেও সেই ব্যবস্থা সরকার করতে পারেনি।’

বিবৃতিতে দাবি করা হয়, অবিলম্বে হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন সাপ্লাই করা জরুরিভিত্তিতে দরকার।