গণমাধ্যমে অনেকের বেতন দেওয়া হচ্ছে না, অভিযোগ জিএম কাদেরের

গোলাম মোহাম্মদ কাদের (ফাইল ফটো)

গণমাধ্যমে কর্মরত অনেকের বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার (৪ মে) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। জিএম কাদের বলেন, ‘অনেকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকের বেতন দেওয়া হচ্ছে না, ছাটাইয়ের কথা শোনা যাচ্ছে। এমন বাস্তবতায় গণমাধ্যম কর্মীদের জন্য সরকারের বিশেষভাবে দৃষ্টি দেওয়া জরুরি।’

‘বেসরকারি খাতের গণমাধ্যমকর্মীরা যেন চাকরিচ্যুত না হয়, সময় মতো যেন বেতন পান এবং সুরক্ষিতভাবে কাজ করতে পারে’, বিষয়টি খেয়াল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন জাপা চেয়ারম্যান।

গণমাধ্যমকর্মীদের বিষয়ে জিএম কাদের আরও  বলেন, ‘করোনা যুদ্ধে আমাদের গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।’

তিনি অভিযোগ করেন, করোনা যুদ্ধে যারা মাঠে আছেন, তাদের মতো সাংবাদিকরাও সুরক্ষা পাচ্ছেন না। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সাংবাদিকরা, কিন্তু তাদের ক্ষতিপূরণের নিশ্চয়তা নেই।’