সরকারি ছুটি প্রত্যাহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ: জাসদ

হাসানুল হক ইনু ও শিরীন আখতার ঢালাওভাবে সরকারি ছুটি প্রত্যাহার, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান, গণপরিবহন, শপিং মল, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলে দাবি করেছে ক্ষমতাসীনদের জোটের শরীক জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
শনিবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। তারা অভিযোগ করেন, সংক্রমণ রোগ বিশেষজ্ঞ, ভাইরাস বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সরকার গঠিত টেকনিকাল কমিটির মতামতের বাইরে পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়া এই সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ।
দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, যখন করোনা সংক্রমণ বাড়ছে তখন সরকারি ছুটি লকডাউন প্রত্যাহার সংক্রমণের ঝুঁকি, হার, গতি বাড়াবে এবং বড় ধরণের বিপর্যয় তৈরি করবে। ঢালাওভাবে লকডাউন প্রত্যাহার না করে ঝুঁকিপূর্ণ অঞ্চল বিবেচনায় নিয়ে ধাপে ধাপে লকডাউন প্রত্যাহারের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের দাবি জানান তারা।