'করোনা রোধে জোন ভাগ চোর পালালে বুদ্ধি বাড়ার শামিল'

রাশেদ খান মেননযানবাহন-দোকানপাটসহ সব কিছু খুলে দিয়ে করোনা সংক্রমণ রোধে সরকারের জোন ভাগের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, 'করোনাভাইরাস সংক্রমণের মধ্যে দেশের সব খুলে দিয়ে জোন ভাগ করা—চোর পালানোর পর বুদ্ধি বাড়ার শামিল।'

শনিবার (৬ জুন) নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন মেনন।

রাশেদ খান মেনন বলেন, 'যদি তাড়াতাড়ি জোন ভাগ হতো, তা হলে কথা ছিল না। কিন্তু সেটা হলো না। করোনা সংক্রমণ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কী করছে, তা বোঝা যাচ্ছে না।'

সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক মলয় নন্দী প্রমুখ।