‘জনগণ আর বাকোয়াস কথা শুনতে চায় না’

সংবাদ সম্মেলনে রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘দেশের জনগণ ক্ষমতাসীনদের কাছ থেকে আর কোনও চটুল বক্তব্য শুনতে রাজি নয়। পরিস্থিতি সামাল না দিতে পেরে অবান্তর কথা, অন্যের ওপর দোষারোপ করে নিজেদের অজ্ঞতা-অযোগ্যতাকে আড়াল করার চেষ্টা করছেন। প্রতিদিনই যেখানে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে জনজীবন আচ্ছন্ন হয়ে আছে, সেখানে জনগণ আর বাকোয়াস কথা শুনতে চায় না।’

শনিবার (২০ জুন) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
করোনাকালে সবচেয়ে ঝুঁকিতে থাকা চিকিৎসক, সাংবাদিক, পুলিশসহ সম্মুখ সারিতে যারা কাজ করছেন তাদের জন্য স্বাস্থ্য অধিদফতর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলেও তিনি অভিযোগ করেছেন।
রিজভীর অভিযোগ, ‘করোনা টেস্টের জন্য অসুস্থ লোকজন এখনও রাস্তায় রাত কাটায়। সরকারের চিকিৎসা ব্যবস্থার প্রধান আমলা হচ্ছেন ডিজি। দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার কথা না-ই বা বললাম। বর্তমানে করোনার যে ঝড় বইছে তাতে বিপর্যস্ত চিকিৎসা ব্যবস্থার রুগ্‌ণ দশাটাই এখন সবার চোখের ওপর ভাসছে। নমুনা সংগ্রহ ও পরীক্ষার যে দৈন্যদশা দেখা যাচ্ছে সেদিকে স্বাস্থ্য অধিদফতরের ডিজির ভ্রুক্ষেপ নেই। অথচ জনগণকে করোনা নিয়ে আরও ভয়ঙ্কর ভীতির মধ্যে ঠেলে দিচ্ছেন।’
তিনি বলেন, ‘টেস্ট করাতে গিয়ে অনেক সুস্থ লোকও আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন। যারা করোনা আক্রান্ত হয়নি তাদের অনেকেরই নমুনা পরীক্ষায় আসছে পজিটিভ। আবার যারা করোনা আক্রান্ত তাদের আসছে নেগেটিভ। এভাবে করোনার নমুনা পরীক্ষায় এত ভুল ফলাফল আসছে যে, অন্য কোনও দেশ হলে ডিজি পদত্যাগ করতেন।’