করোনায় বিকল্পধারার রাজশাহী জেলা সভাপতির মৃত্যু

ড. মো. শহীদুল্লা প্রামাণিক (৫৪)

করোনায় আক্রান্ত হয়ে বিকল্পধারা বাংলাদেশের রাজশাহী জেলা সভাপতি এবং স্বেচ্ছাসেবকধারা কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ড. মো. শহীদুল্লা প্রামাণিকের (৫৪) মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহে...রাজেউন)। শনিবার (২০ জুন) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শনিবার দলটির সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন

জাহাঙ্গীর আলম জানান, ড. শহীদুল্লা প্রামাণিকের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা এক যৌথ শোক বাণীতে ড. শহীদুল্লা প্রামাণিককে একজন নিবেদিতপ্রাণ নেতা উল্লেখ করে তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।