‘ফাঁকা অর্থভাণ্ডার পূরণ করতে একাধিকবার জ্বালানির দাম বাড়াবে সরকার’

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীএকাধিকবার বিদ্যুৎ ও জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’ (সংশোধন) বিল-২০২০ উত্থাপনের সমালোচনা করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি আত্মসাৎ করে ক্ষমতাসীনরা টাকা পাচার করেছে। এখন ফাঁকা অর্থভাণ্ডার পূরণ করতে জনগণকে বুলডোজার দিয়ে পিষে বছরে একাধিকবার বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে টাকা সংগ্রহ করা হবে।’

বুধবার (২৪ জুন) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘২০০৩ সালে পাশ হওয়া বিদ্যমান আইনে কোনও অর্থবছরে একবারের বেশি জ্বালানির দাম পরিবর্তন করা যাবে না। কিন্তু গতকাল সংসদে উত্থাপিত আইন কার্যকর হলে এনার্জি রেগুলেটরি কমিশন বছরে এক বা একাধিকবার বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, পেট্রোলসহ জ্বালানির দাম পরিবর্তন করতে পারবে। বছরে বারবার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির বিল পাশ মানে গরিবদের সলিল সমাধি রচনা করা।’

রিজভী বলেন, ‘সংসদে উত্থাপিত বিলের বিরুদ্ধে শুধু নিন্দা নয়, ধিক্কার জানাচ্ছি। সংসদে এই আইন পাশ না করার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় এই করোনাকালের মধ্যেও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সংসদে অনুমোদনের জন্য উত্থাপিত এই বিলটির মাধ্যমে প্রমাণিত বর্তমান সরকার এক নিষ্ঠুর ও অবিবেচক গণদুশমন।’