X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘পাচারের টাকা ফেরত আনার সুযোগ দেওয়া অনৈতিক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২২, ২১:১১আপডেট : ১৪ জুন ২০২২, ২১:১১

কর প্রদানের মাধ্যমে পাচারের অর্থ ফেরত আনার সুযোগ দেওয়ার প্রসঙ্গ টেনে বিরোধী দলের দুই এমপি আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অনৈতিক বলে আখ্যায়িত করেছেন।

প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় মঙ্গলবার (১৪ জুন) জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘এই বাজেট বৃহৎ ব্যবসাবান্ধব বাজেট, এটি প্লাস্টিক-বান্ধব বাজেট। এটি তামাক কোম্পানিবান্ধব। এই বাজেট সমস্যা সমাধানের বাজেট নয়, গণমুখী নয়। এই বাজেট মধ্যবিত্তের ওপর চাপ বাড়াবে। এটি অনৈতিক বাজেট,এখানে পাচার করা টাকা বিনা প্রশ্নে দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হয়েছে। তাই এটা অনৈতিক বাজেট।’

বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, ‘টাকা পাচারকারীদের অর্থ নিরাপদে ফিরিয়ে আনার জন্য এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সুবিধাভোগী এবং কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীকে অর্থপাচারে সুযোগ দিতে এই বাজেট।’

তিনি বলেন, ‘অর্থপাচারকারীদের শাস্তি না দিয়ে নামমাত্র কর দিয়ে পাচার করা টাকা ফিরিয়ে আনার সুযোগ দেওয়ার প্রস্তাব অনৈতিক। অবৈধ অর্থ ঢালাওভাবে বৈধ করার সুযোগ দেওয়া অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক কোনও দিক থেকে সমর্থনযোগ্য নয়।’

তিনি টাকা পাচারকারীদের চিহ্নিত করা এবং তাদের অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান।

প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী আখ্যা দিয়ে বিএনপির এই এমপি বলেন, ‘এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর কার্যকরী কোনও কৌশল এই বাজেটে নেই।’

গত ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট দেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

এ বাজেটের বিশাল ব্যয় মেটানোর জন্য অর্থ সংগ্রহে অর্থমন্ত্রী নতুন একটি পথ খুঁজে বের করেছেন। বিদেশ থাকা সম্পদের ‘দায়মুক্তি’ দিয়ে তিনি তা দেশে আনার ঘোষণা দিয়েছেন।

এর ফলে ১৫ থেকে ৭ শতাংশ কর দিয়ে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি দেশে সরকারের খাতায় বৈধ আয়ের তালিকায় যুক্ত করা যাবে। সেই অর্থ দেশেও আনা যাবে। ওই আয়ের উৎস জানতে চাওয়া হবে না।

সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে প্রশ্ন রাখেন— কারা টাকা পাচার করেছে, কোথায় পাচার করেছে?  তিনি তাদের নাম জানতে চান।

মোস্তাফিজুর রহমান বলেন, তিনি একজনের কথা জানেন, যার পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা হয়েছে, তিনি কোকো (আরাফাত রহমান)।

প্রস্তাবিত বাজেটকে সতর্কতার বাজেট আখ্যা দিয়ে শামীম হায়দার বলেন, ‘প্রস্তাবিত বাজেট বিপুল ঘাটতির বাজেট। ৯৮ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করার কথা বলা হয়েছে। এটা সম্ভব হবে বলে মনে হয় না। এই বাজেটের ফলে ব্যাংক, কর্মসংস্থান ও ক্ষুদ্র ও মাঝারি ঋণ চাপে পড়বে।’

বিব্রতকর অবস্থায় আছেন মন্তব্য করে জাপার এই সংসদ সদস্য বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ডিপলোমেট অ্যাট চিফ, তিনি কিছুদিন আগে একটি টিউটোরিয়াল পাঠিয়েছেন জার্নালিস্টদের, কী কী প্রশ্ন করতে হবে অ্যামেরিকান অ্যাম্বাসেডরকে। আমার জানামতে, পৃথিবীর ইতিহাসে কোনও ফরেন মিনিস্টার তার দেশের সাংবাদিকদের এরকম টিউটোরিয়াল নোট দিয়ে রিকোয়েস্ট করেনি— আরেকটা দেশের অ্যাম্বাসেডরকে তার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, তার দেশের গুম, তার দেশের ভোটিং ট্রেন্ড নিয়ে প্রশ্ন করতে। এখানে একটা প্রফেশনালিজম দরকার।’

তিনি বলেন, ‘এখন আমরা চীন, ইন্ডিয়া, ইউএসএ— এই ট্রায়লাটারিজমের মধ্যে পড়ে গেছি। ঐকমত্য ছাড়া এই ট্রায়লাটারিজমের  মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না।’

তিনি করমুক্ত আয়সীমা পাঁচ লাখ করা, এনবিআরের সক্ষমতা বাড়নো, কর সক্ষমতা বাড়ানো, প্রবাসী আয়ে প্রণোদনা পাঁচ শতাংশ করা, প্রবাসীদের পেনশন দেওয়ার ব্যবস্থা করা, দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দেওয়ার প্রস্তাব করেন।

আলোচনায় আরও অংশ নেন— আওয়ামী লীগের রমেশচন্দ্র সেন, হাবিবে মিল্লাত, আব্দুস সোবহান, আরোমা দত্ত, আনোয়ারুল আবেদিন খান, নাজিম উদ্দীন, সাইফুজ্জামান শিখর।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র