ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন বেশি ঐক্যবদ্ধ: ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সালমান তারেক শাকিল)

জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ।’

বুধবার (২৪ জুন) বিকালে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে করোনার দুর্যোগময় সময়ে বিএনপির নেতাকর্মীরা যখন গরিব ও দুস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন, তখন তাদেরকে গ্রেফতার করে কারান্তরীণ করা সরকারের অশুভ ইচ্ছারই বহিঃপ্রকাশ। এসব অপকর্মের মূল লক্ষ্য একটাই—তা হলো ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা। কিন্তু সরকার এসব কুকর্ম করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারবে না। কারণ, জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।’

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্য সাধনে বেপরোয়া হয়ে উঠেছে। গুম, খুন, অপহরণের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে দেশের কারাগারগুলো ভরে ফেলছে। কারাগারগুলোতে বন্দি ধারণের ঠাঁই নেই।’

কুষ্টিয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লবকে সাদা পোশাকে পুলিশ বাহিনী আটক করে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিপ্লবের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও তার মুক্তির জোর দাবি করছি।’