‘লতিফুর রহমান স্বাধীনভাবে মিডিয়া পরিচালনার সুযোগ সৃষ্টি করেছেন’

 

লতিফুর রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘লতিফুর রহমানের মৃত্যুতে দেশবাসী একজন সৎ ব্যবসায়ীকে যেমন হারালো, একইসঙ্গে এমন একজন মানুষকে হারালো— যিনি স্বাধীনভাবে মিডিয়া পরিচালনা করার সুযোগ করে দিয়েছিলেন।’

বুধবার (১ জুলাই) দুপুরে ব্যবসায়ী লতিফুর রহমানের মৃত্যুসংবাদ শোনার পর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বেলা ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছিওড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান (৭৪)। বেশ কিছুদিন থেকেই বার্ধক্যজনিত কারণে তিনি  শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

বাংলা ট্রিবিউনকে জানানো প্রতিক্রিয়ায় আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ও সৎ হিসেবে পরিচিত ছিলেন লতিফুর রহমান। বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও স্বাধীন সংবাদ মাধ্যম পরিচালনা করার সুযোগ তৈরির মধ্য দিয়ে তিনি নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে অধিষ্ঠিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমে নতুনত্ব এনেছিলেন লতিফুর রহমান। তার মতো নীতিবান ও সৎ মানুষের হাত ধরে গণমাধ্যম নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের অন্যতম ব্যবসায়ী লতিফুর রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানান ও তার রুহের মাগফিরাত কামনা করেন।