লতিফুর রহমান অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন: জিএম কাদের

লতিফুর রহমান ও গোলাম মোহাম্মদ কাদের

ট্রান্সকম গ্রপের চেয়ারম্যান শিল্পপতি লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, ‘প্রয়াত লতিফুর রহমান ছিলেন একজন সফল মানুষ। তিনি ট্রান্সকম প্রতিষ্ঠা করে দেশের ইলেকট্রনিক্স, খাদ্যপণ্য, ওষুধ ও চা-সহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রয়াত লতিফুর রহমান।’

বুধবার (১ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো শোকবাণীতে এসব কথা বলেন জিএম কাদের। 

প্রয়াত লতিফুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও  তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘মিডিয়াস্টার প্রতিষ্ঠা করে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের মতো পাঠকনন্দিত গণমাধ্যম পরিচালনা করেছেন। প্রয়াত লতিফুর রহমানের মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়।’ 

এছাড়া,লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা।