করোনা শনাক্তকরণে ফি নির্ধারণ মানবতা পরিপন্থী: ন্যাপ

ন্যাপ বাংলাদেশকরোনাভাইরাস শনাক্তকরণে ফি নির্ধারণের বিষয়টিকে মানবতা পরিপন্থী ও গণবিরোধী বলে আখ্যা দিয়েছেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেন, ‘ফি নির্ধারণের কারণে নিম্ন আয়ের মানুষ উপসর্গ থাকার পরও করোনা পরীক্ষা করাতে ব্যর্থ হবে। তাদের চিহ্নিত করে কোয়ারেন্টিন বা আইসোলেশন করা যাবে না। এতে সংক্রমণ দ্রুত বাড়বে।’

বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। দলটির মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বিবৃতির কথা জানান।

বিবৃতিতে বলা হয়, 'এই মহামারির মধ্যে মানুষ না খেয়ে আছে। এক মুঠো আহারের জন্য আজকে ক্ষুধার্ত, অসহায়, কর্মহীন মানুষ দ্বারে দ্বারে ঘুরছে। অথচ করোনা টেস্টের জন্য ২০০-৫০০ টাকা করে ফি নেওয়ার সিদ্ধান্ত সরকারের ‘গণবিরোধী’ অবস্থানের নগ্ন বহিঃপ্রকাশমাত্র।'

‘মহামারির এই পরিস্থিতিতে মানুষের যখন উপার্জনের পথ বন্ধ, জীবিকা হুমকির মুখে, সেই মুহূর্তে করোনা পরীক্ষায় সরকারি ফি নির্ধারণ সাধারণ জনগণের দুঃখ-দুর্দশার প্রতি উপহাসের নামান্তর।’—উল্লেখ করা হয় বিবৃতিতে।