স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নিন: রিজভী

রুহুল কবির রিজভীকোভিড-১৯ টেস্টের জন্য সরকারনির্ধারিত ফি বাতিল করে বিনামূল্যে নাগরিকদের করোনা টেস্ট করানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘অবিলম্বে সারাদেশের জেলা-উপজেলা পর্যায়েও করোনাভাইরাস টেস্টের ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। এককভাবে না পারলে প্রয়োজনে স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিন। জনগণের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলবেন না।’

শনিবার (৪ জুলাই) রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘মহামারির চিকিৎসা কখনও ব্যক্তিগত উদ্যোগে হয় না। করোনা মহামারির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের। বিশ্বের কোথাও সরকারিভাবে কোভিড টেস্টে অর্থ নেওয়া হয় না। বিশ্বে সবচেয়ে বেশি কোভিড টেস্টের রেকর্ড দক্ষিণ কোরিয়ার। তারা দিনে ১ লাখের ওপর মানুষের কোভিড টেস্টও করেছে। এমনকি এন্টিবডি টেস্টও করেছে। তাদের সব টেস্টই বিনামূল্যে করা হচ্ছে।’

রিজভী দাবি করেন, ‘বাংলাদেশের শাসকগোষ্ঠী এই মহামারিকেও মুনাফা অর্জনের উপলক্ষ বানিয়েছে। সরকার কতটা অমানবিক তার নিকৃষ্টতম প্রমান এই ফি ধার্য। এই সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না। ‘

তিনি বলেন, ‘বিরোধী দল কিংবা বিশেষজ্ঞদের মতামতকেও তোয়াক্কা করছে না সরকার। জনগণের দল বিএনপির পক্ষ থেকে আমরা করোনা পেন্ডেমিক ইস্যুতে সরকারকে বরাবরই সহযোগিতা করতে চেয়েছি। সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সরকার সেগুলো কানে নেয়নি।’