ড. এমাজউদ্দীনের মৃত্যুতে রাজনীতিবিদদের শোক

ড. এমাজউদ্দীন আহমদঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, লেখক ড. এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শোকবার্তায় তারা বলেছেন, নিজস্ব রাজনৈতিক বিশ্বাস অটুট রেখেও যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে দলীয় সংকীর্ণতাকে অতিক্রম করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি।

শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ড. এমাজউদ্দীন আহমদ দেশের একজন খ্যাতমান পণ্ডিত ছিলেন। তার মৃত্যুতে দেশ তার এক বরেণ্য শিক্ষককে হারালো। কীর্তিমান ও পণ্ডিত রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে তিনি দেশে-বিদেশে সুনাম অর্জন করেছিলেন। গণতন্ত্র, বাকস্বাধীনতার প্রশ্নে তার সুচিন্তিত ও বিশ্লেষণধর্মী লেখা মানুষকে চিরদিন অনুপ্রাণিত করবে।’

মত প্রকাশের স্বাধীনতার জন্য ড. এমাজউদ্দীনকে রাষ্ট্রশক্তির জুলুমও সইতে হয়েছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে রাজনৈতিক সংকটাপন্ন পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুজ্জীবনের দাবির পক্ষে তিনি জাতীয় অভিভাবকের ভূমিকা পালন করেছেন। দেশের এই ক্রান্তিকালে তার মতো একজন খ্যাতনামা শিক্ষাবিদের শূন্যতা পূরণ হওয়ার নয়।’

ড. এমাজউদ্দিনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তারা বলেন, শুধু শিক্ষাবিদই নন, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ একজন উদার গণতন্ত্রমনা বড় মাপের মানুষ ছিলেন। নিজস্ব রাজনৈতিক বিশ্বাস অটুট রেখেও যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে দলীয় সংকীর্ণতাকে অতিক্রম করা যায় তিনি ছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বলেন, ‘ড. এমাজউদ্দীন তার লেখায় এবং কথায় সবসময় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টি এনেছেন। তিনি সার্বভৌমত্ব রক্ষায় আজীবন কাজ করে গেছেন। দেশের শিক্ষাক্ষেত্রে ও রাজনীতি, পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে তার গবেষণা ও অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এবং থাকবে।‘

উল্লেখ্য, আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ড. এমাজউদ্দীন আহমদ (৮৭) মারা গেছেন। স্ট্রোক করে মারা  যান তিনি। উনার মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন জানান, জানাজার পর আজই তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন- অধ্যাপক এমাজউদ্দীন আহমদ আর নেই