ডেঙ্গু প্রতিরোধেও ব্যবস্থা নিন: ন্যাপ

বাংলাদেশ ন্যাপকরোনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এখনই যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। অন্যথায় জনজীবন রক্ষা করা যাবে না বলেও মন্তব্য করেন তারা।

শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা সরকারের প্রতি এই আহ্বান জানান। এ দিন দুপুরে গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বিবৃতির কথা জানান।

বিবৃতিতে ন্যাপ নেতারা বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে মশক নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনকে আরও সক্রিয় হতে হবে, যাতে এডিস মশার সংখ্যা বৃদ্ধি না পায়। এ লক্ষ্যে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষজনকে সচেতন করে তুলতে হবে। মনে রাখতে হবে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধই উত্তম।’