জাপা নেতা খালেদ আখতারের চেহলাম অনুষ্ঠিত

চেহলাম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কয়েকজনজাতীয় পার্টির (জাপা) সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান প্রয়াত মেজর (অব.) খালেদ আখতারের চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ট্রাস্টের আয়োজনে বারিধারার প্রেসিডেন্ট পার্কে চেহলাম অনুষ্ঠিত হয়।

এ সময় জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ ও বিদিশা সিদ্দিক দম্পতির একমাত্র সন্তান এরিক এরশাদ বলেন, ‘বাবার জীবদ্দশায় খালেদ চাচা আমাকে নিজ সন্তানের মতো দেখভাল করতেন। বাবার সঙ্গে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেছিলেন তিনি। বাবাও তাকে খুবই ভালোবাসতেন। তাই বাবা যেখানেই যেতেন তাকে সঙ্গে করে নিয়ে যেতেন।’

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বলেন, ‘এরশাদ সাহেব মারা যাওয়ার পর খালেদ আখতার আমার কাছে এরিককে ফিরিয়ে দিয়ে বলেছিলেন, “আমার প্রাণভোমরা ছিল এরিক।  এ অসহায় সন্তানকে আমি মায়ের কাছে ফিরিয়ে দিলাম। আপনিই পারবেন তাকে বাবার ভালোবাসা ফিরিয়ে দিতে।” ’

চেহলাম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ, খালেদ আখতারের স্ত্রী নুসরাত ঝিনুক, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান প্রমুখ।

প্রসঙ্গত. গত ১১ জুলাই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব খালেদ আখতার।

আরও পড়ুন: করোনায় মারা গেছেন জাপা নেতা খালেদ আখতার