মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে হবে: জিএম কাদের

ইত্তোফাকুল মুসলিমিনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করছেন জাপা চেয়ারম্যান জিএম কাদেরমাদ্রাসায় লেখাপাড়া করে ছাত্ররা এখন চাকরিসহ সব ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নিতে পারছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘এ করণে কওমিসাহ সব মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে হবে।’

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে ইত্তোফাকুল মুসলিমিনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা যেন বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারে, সেই মানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আলেমদের কথা সাধারণ মানুষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুধাবন করেন।’ তাই আলেম সমাজকে জাতীয় পার্টির পাশে থাকতে অনুরোধ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ।