‘এরশাদ উন্নয়নের কিংবদন্তি’

৩৩৩হুসেইন মুহম্মদ এরশাদকে উন্নয়নের কিংবদন্তি বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পরিষদ সৃষ্টি করে নির্বাচিত প্রতিনিধিদের অধীনে ১৮ জন প্রথম শ্রেণির কর্মকর্তা নিয়োজিত করে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করেছিলেন।’

সোমবার (১০ আগস্ট) বিকালে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোড মাঠে হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাবলু।

একই অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ হতদরিদ্র মানুষের স্বার্থে রাজনীতি করেছেন। দেশে যেন কোনও মানুষ দরিদ্র না থাকে সেই লক্ষ্যেই ছিল তার রাজনীতি। আমরা সেই আদর্শকে সামনে রেখে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো।’

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত প্রমুখ।