গণফোরামের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত একাধিক নেতা জানান, ১৯৯৩ সালের ২৭, ২৮, ২৯ আগস্ট কাউন্সিলের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন আইনবিদ ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠিত হয়। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ওই কাউন্সিলে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূছ ‘আমার স্বপ্নের দল’ শিরোনামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। এরআগে, ১৯৯২ সালের জুন মাসে গণতান্ত্রিক ফোরামের নামে নাগরিক সংগঠন করেন ড. কামাল হোসেন। এরপর বিষয়টি নিয়ে তার সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব সৃষ্টি হয়। ওই বছরের ১৯ এবং ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটিতে সভাপতি মণ্ডলী থেকে বাদ রাখা হয় তাকে। পরের বছরের ২৯ আগস্ট গণফোরাম গঠিত হয় তার হাত ধরে।
তিনি বলেন, ‘শনিবার সকাল ১১টায় কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হবে।’
দলের বিরোধী অংশের একটি সূত্র জানায়, ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা কোনও আয়োজন করবে না। আপাতত নীরব থাকার কৌশল অবলম্বন করবে গণফোরামের বিদ্রোহী অংশটি।