বিএনপির চোখে নেতিবাচক রাজনীতির ঘন কুয়াশা: কাদের

ওবায়দুল কাদেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির দৃষ্টিশক্তিতে নেতিবাচক রাজনীতির ঘন কুয়াশা জমেছে। এ কারণেই তারা সরকারের সাহসী ও ভালো উদ্যোগ দেখতে পান না। তারা পূর্ণিমার রাতে অমাবশ্যার আঁধার দেখেন,  গভীর হতাশায় মাঝে মধ্যে হাঁক ছাড়েন। শেখ হাসিনা দলের অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছেন। অনেক এমপির বিরুদ্ধে দুদকে মামলা চলছে এবং কেউ কেউ শাস্তিও পেয়েছেন। কিন্তু বিএনপি দলীয় কারও বিরুদ্ধে দলটি কখনও ব্যবস্থা নিয়েছে এমন নজির নেই।’

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার (৫ আগস্ট) ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর’ শীর্ষক  আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই কথা বলেন তিনি।  

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিদের পুরস্কৃত এবং পুনর্বাসিত করার মধ্যে দিয়ে রাজনীতিতে সম্পর্কের অলঙ্ঘনীয় দেয়াল উঠেছে। ২০০৪ সারের ২১ আগস্ট শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে যে গ্রেনেড হামলা পরিচালিত হয়েছিল, তা আমাদের রাজনীতিতে আমাদের পারস্পারিক সম্পর্কের অলঙ্ঘনীয় দেয়ালকে আরও উঁচু করে দিয়েছে। সমাজ ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে আজ বিভেদের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। চারদিকে বিভেদের দেয়াল আর দেয়াল। কিন্তু আমরা বিভেদ চাই না। বিভেদের দেয়াল ভেঙে সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধনই দেশকে এগিয়ে নিয়ে যাবে  সোনালী অর্জনের নবদিগন্তে।’