শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি

১২৩প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পথশিশু, পঙ্গু, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে পথশিশু, পঙ্গু, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। আর রমনা পার্কে করা হয় বৃক্ষরোপণ।

বৃক্ষরোপণ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়, পরিবেশের ভারসাম্য রক্ষায়  শেখ হাসিনার নির্দেশ মেনে সারা দেশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করার আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘আমাদের একজন শেখ হাসিনা আছেন, যিনি বিশ্বের বুকে অনুকরণীয় মানবিক দৃষ্টান্ত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করার বিকল্প নেই।’  তিনি নেতাকর্মীদের বৃক্ষরোপণ ও বিতরণের পাশাপাশি অবহেলিত অসহায় বিপন্ন মানুষের পাশে মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম. আব্দুর রাজ্জাক, দেবাশীষ বিশ্বাস, আব্দুল আলিম বেপারী, আরিফুর রহমান টিটু, শাহজালাল মুকুল, আবু তাহের, আনোয়ারুল আজিম সাদেক, রাহুল দাস, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, গোলাম রাব্বানী, আফরোজ হাবীব, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার প্রমুখ

এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে মোবাইল টেলিফোনে সংযুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমের প্রশংসা করে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।