ধর্ষণ বন্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান

3বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ বন্ধে সম্মিলিতভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন রাজনীতিকরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মানববন্ধনে নেতারা এ আহ্বান জানান। 'সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ এবং সাভারে ছাত্রী রানী হত্যার প্রতিবাদ' শীর্ষক দাবিতে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, 'দেশে কোনও মানুষের জীবনের নিরাপত্তা নেই। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ততদিন মানুষের নিরাপত্তা নাই। এই অত্যাচারীদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।'
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ বলেন, 'আওয়ামী লীগের ক্ষমতার গত ১২ বছরে প্রতিদিন দেশের মা-বোনেরা নির্যাতনের শিকার হয়েছেন। সারা বাংলাদেশে সরকার দলীয় সংগঠনগুলো দেশকে ধর্ষণের দেশে রূপান্তর করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে ।