চাল সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি: মেনন

২২ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সরকারি সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। গুদামে যে চাল আছে, তা দিয়ে কিছুদিনের জন্য প্রয়োজন মেটানো গেলেও, পুরোপুরি সম্ভব হবে না।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) খাদ্য নিরাপত্তা, চালসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে অনলাইন ভিডিও কলে তিনি এসব কথা বলেন। এদিন দলের পক্ষ থেকে খাদ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মেনন বলেন, ‘করোনাকালে অথবা করোনা উত্তরকালে যে মানুষ সৃষ্ট আরেকটি দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হবে না, সেটা বলা যায় না। তাই দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠিন কিছু পদক্ষেপ নিতে হবে।’

সমাবেশে ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনসহ অনেকে বক্তব্য দেন।