আমিরের মৃত্যুতে কুয়েত দূতাবাসে শোক জানালো বিএনপি

৯০১সদ্য প্রয়াত কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে দলটির স্থায়ী কমিটির একাধিক নেতা ঢাকায় কুয়েতের দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন। দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুয়েতের আমির শেখ সাবাহ ৯১ বছর বয়সে মারা যান।

শায়রুল কবির খান জানান, গুলশান ২ নম্বরের ৮০ নম্বর সড়কে কুয়েত দূতাবাসে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। তারা সেখানে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছাও বিনিময় করেন। প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের মধ্যপ্রাচ্য বিষয়ক ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. এনামুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।