নারী নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররমে গণমিছিল

11নারী নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররমে গণমিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত ইসলামি দলগুলো। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর জাতীয় মসজিদের উত্তর গেটে এই সংক্ষিপ্ত সামবেশ হয়। এরপর একটি গণমিছিল আশেপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে দেশ রসাতলে যাবে। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে পুরোদেশ অচল করার জন্য আলেমরা সাধারণ জনতাকে নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।’

সম্মিলিত ইসলালি দলগুলোর সমন্বয়ক ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, ‘দেশব্যাপী গণধর্ষণের মহামারি ও পাশবিকতার মহাউৎসব বন্ধ করতে কার্যকরী ব্যবস্থা নিন। আইন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। সব ধর্ষক, নিপীড়ক, সহিংসহতায় জড়িতদের আস্তানা গুড়িয়ে দিন। সোনার বাংলায় ধর্ষক ও দুর্নীতিবাজদের ঠাঁই নাই। সন্ত্রাসী, মাদকাসক্ত,ধর্ষক, নিপীড়ক ও খুনিদের কোনও ধর্ম নেই।’

12মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ‘ধর্ষকদের রাজনীতির আশ্রয়প্রশ্রয় দাতাদেরও উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে রাজনৈতিক দলের ছত্রছায়ায় নারী নির্যাতন ও ধর্ষণের মাত্রা বেড়েই চলেছে।’

মাওলানা আবু তাহের জিহাদী আল কাসেমীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— আইম্মায়ে পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দীন রব্বানী, ইসলামি কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি শাইখুল হাদিস মুফতি ফয়জুল্লাহ আশরাফী, ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল হক, টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, শর্ষীনার ছোট পীর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী,জনসেবা আন্দোলনের আমির মুফতি ফখরুল ইসলাম, ইসলামী জনতা পার্টির সভাপতি আজিজুর রহমান আজিজ হবিগঞ্জী, ঢাকা মহানগরী দক্ষিণ লাজনাতুল ওলামার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফহোসেন প্রমুখ।

ছবি: সাজ্জাদ হোসেন