‘আন্দোলনকে বাধাগ্রস্ত করতে ছাত্র অধিকার পরিষদ নেতাদের তুলে নেওয়া হয়েছে’




এবিছাত্র অধিকার পরিষদ নেতাদের সন্ধান দাবি করেছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু। তিনি বলেন, ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে ছাত্র অধিকার পরিষদের নেতাদের সাদা পোশাকের পুলিশ তুলে নিয়েছে। এখন শুনি পুলিশ বলছে তাদের গ্রেফতার করা হয়নি, তাহলে তারা কোথায়? অন্যদিকে সিলেটে জলজ্যান্ত এক যুবককে টাকার জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) পল্টন বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব ঘটনার কথা তুলে ধরে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

মনজু বলেন, যুগে যুগে স্বৈরাচার ও ফ্যাসিবাদি শাসন মজলুমদের অনৈক্যের কারণেই তাদের ওপর চেপে বসার সুযোগ পেয়েছে। নির্যাতনের শিকার জনগণ যখন নানা মতবাদ ও ফেরকায় নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হয়, তখন প্রকারান্তরে তারা ফ্যাসিবাদকেই প্রলম্বিত করে।

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী সদস্য সচিব মুক্তিযোদ্ধা শেখ ইদ্রিস আলী, শাহ আব্দুর রহমান প্রমুখ।