গণফোরামে যুবক ও নারীদের সম্পৃক্তের আহ্বান ড. কামালের

ড. কামাল হোসেন (ফাইল ছবি)দেশব্যাপী গণফোরামকে বিস্তৃত করার জন্য যুবক ও নরীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘কাজ না করলে সংগঠন হয় না। আপনারা নিজেদের সংগঠনকে মজবুত করুন। সংগঠনের সঙ্গে তরুণদের সম্পৃক্ত করুন, সঙ্গে নারীদেরও।’

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণফোরাম আয়োজিত কেন্দ্রীয় কমিটির সভায় মোবাইল ফোনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, ‘আমাদের মূল্যবোধ আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। মানুষ দেখেছে গণফোরাম সঠিকভাবে কাজ করেছে। শুধু জনসভা নয়, আপনারা গণসংযোগ করতে পারেন আমাদের আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের কাজগুলো দেশের মানুষের কাছে যত বিস্তার করা যাবে, তত দেশের কাজ করা হবে। আমাদের কাজ হবে দেশের সার্বিক উন্নতির জন্য। মৌলিক অধিকার যেন মানুষ ভোগ করতে পারে, সে বিষয়ে মানুষকে বোঝাতে হবে।’

প্রেস ক্লাবে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাতিনি বলেন, ‘নারী-পুরুষের বৈষম্য না থাকার বিষয়টি শুধু কাগজে কলমে থাকলে হবে না, তা মানুষের মধ্যে বিস্তার করতে হবে। এতে দেশ, সমাজ ও মানুষ উপকৃত হবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে গণফোরাম সভাপতি বলেন, ‘অনেক মানুষ এগিয়ে আসছে সদস্য হওয়ার জন্য, এটা খুবই ভালো লক্ষণ। মানুষ এখানে আসছেন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে বুঝে। এটাই প্রমাণ যে, একটা সংগঠন সফল হলে মানুষ সেখানে এগিয়ে আসে। আপনারা কাজ ভাগ করে নেবেন। মানুষকে বোঝাবেন কীভাবে দেশের উন্নতি হয়।’

এ সময় গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।