ঢাকা- ১৮ উপনির্বাচনে কারচুপি হলেই আন্দোলন

৮৮

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে জনগণের ভোটাধিকার নিয়ে কোনও কারচুপি হলে সেখান থেকেই শুরু হবে নব্য স্বৈরাচারের পতনের আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনি প্রচারণার প্রস্তুতি ও কর্মকৌশল নির্ধারণের জন্য ঢাকা মহানগর (উত্তর) বিএনপি নেতাদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির এই বৈঠক হয়।

এ সময় আমানউল্লাহ আমান বলেন, ‘আওয়ামী লীগ গোটা বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। এই ঢাকা- ১৮ থেকেই তা পুনরুদ্ধারের  আন্দোলন শুরু হবে।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা- ১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।