শেষ মুহূর্ত পর্যন্ত ভোটে থাকবে জাপা: জিএম কাদের

১২৩

প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘ভোটের ফলাফল যাই হোক, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত  জাপা ভোটের মাঠ ছাড়বে না।’

বুধবার (১১ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে  এসব কথা বলেন তিনি।

দলীয় প্রার্থীর বিপক্ষে গেলে কোনও নেতাকর্মী আর জাতীয় পার্টি করতে পারবেন না বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘জাপা নির্বাচনে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি।’

জাতীয় পার্টি যতবার আওয়ামী লীগকে সমর্থন করেছে, ততবারই আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে দাবি করে জাপার চেয়ারম্যান বলেন, ‘তাই জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনও রাজনৈতিক শক্তিই রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখতে পারবে না।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টিই হচ্ছে সরকারের একমাত্র বিকল্প শক্তি। দ্বিতীয় বিকল্প শক্তি হয়েও বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতে পারছে না। নেতৃত্বহীনতায় দলটির নেতাকর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।’

এসময় উপস্থিত ছিলেন— পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।