যুবদলের কয়েকজন নেতার খোঁজ পাচ্ছে না বিএনপি



বিএনপি


গত কয়েকদিন ধরে যুবদলের কয়েকজন নেতা নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে বিএনপি। দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের অভিযোগ,  ঢাকা থেকে নিখোঁজ যুবদলের নেতাদের সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রিন্স এসব অভিযোগ করেন। এসময় নিখোঁজ নেতাদের স্বজনেরা উপস্থিত ছিলেন।

এমরান সালেহ বলেন, ‘গত ১৭ নভেম্বর যুবদল নেতা লিয়ন হক-কে তার বাসা থেকে, ১৮ নভেম্বর বুধবার সরকারের দায়ের করা মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় তুরাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময় এবং তার সঙ্গে তুরাগ থানা যুবদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম হাসিবকে এবং একই দিন সন্ধ্যায় উত্তরা ৫নং সেক্টর থেকে উত্তরা-পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক ফেরদৌস মজুমদার মাসুমকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা উঠিয়ে নিয়ে গেছে।’

তবে এসব ঘটনার পর সংশ্লিষ্ট থানাসহ ঢাকার বিভিন্ন থানা ও সংস্থার দফতরে যোগাযোগ করে খোঁজ নেওয়া হলে তাদের আটকের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী অস্বীকার করছে বলেও জানিয়েছেন তিনি।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপি’র পক্ষ থেকে আমি অবিলম্বে লিয়ন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম হাসিব এবং ফেরদৌস মজুমদার মাসুমকে জনসম্মুখে হাজির করার আহবান জানাচ্ছি। নাহরে তাদের নিয়ে অনাকাঙ্খিত ঘটনার অবতারণা হলে এর দায়-দায়িত্ব সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকেই বহন করতে হবে।’

নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের সদস্য যারা সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন, তারা হলে- লিয়ন হক এর বোন আফরোজা পারভিন জেবা, স্ত্রী নিশাত ফাতেমা নিশি, মেয়ে মারিয়া হক নিকি। ফেরদৌস মজুমদার মাসুম এর মামা মো. সুমন ও তৌহিদুল ইসলাম হাসিব এর ভাই মুজাহিদুল ইসলাম সজিব।