শৃঙ্খলা ভাঙায় হাফিজ উদ্দিন ও শওকত মাহমুদকে শো’কজ: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদদলীয় শৃঙ্খলাভঙের অভিযোগ এনে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে শো’কজ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘হাফিজ উদ্দিন ও শওকত মাহমুদকে শোকজ করা হয়েছে। দল থেকে চিঠি দেওয়া হয়েছে। দল সিদ্ধান্ত নিয়েছে চিঠির। একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে পারেন না। দলের নেতৃত্ব সম্পর্কে তো প্রকাশ্যে বলতে পারি না। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা গঠনতন্ত্রেও বলা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ সংগঠনের কেউই করতে পারেন না।’

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী আহমেদ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুস সালাম, হাবিবুন নবী খান সোহেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টন-গুলিস্তান এলাকায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে নিয়ে শেখ হাসিনার পদত্যাগ চেয়ে বিক্ষোভ হয়। ওই বিক্ষোভে বিএনপি নেতা শওকত মাহমুদ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম উপস্থিত ছিলেন। বিক্ষোভের পর সন্ধ্যায় দলের হাইকমান্ড শওকত মাহমুদকে ৭২ ঘণ্টার সময় দিয়ে শোকজ করার নির্দেশ দেন। একইসঙ্গে পাঁচ দিনের মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণ জানাতে চিঠি দেওয়া হয়েছে হাফিজ উদ্দিন আহমেদকে। তার বিরুদ্ধে দলের নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে বিরোধিতার অভিযোগ আনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

আরও পড়ুন- 

হঠাৎ গুলিস্তান-পল্টনে বিএনপির নেতাকর্মীরা, পুলিশের ধাওয়া

ঢাকায় বিক্ষোভ: শওকত মাহমুদকে শোকজ করেছে বিএনপি