বড়দিনে রাজনীতিকদের শুভেচ্ছা

বড়দিনখ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষনেতারা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পৃথক বাণীতে তারা বড়দিনের সাফল্য কামনা করেছেন।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু খ্রিস্টের জন্ম হয়। তিনি মানুষকে শুনিয়েছেন শান্তির বাণী ও ভালোবাসার কথা। যীশু খ্রিস্টের জন্ম ও তাঁর ক্রুশ বিদ্ধ হয়ে মৃত্যুর প্রকৃত তাৎপর্য হলো মানুষের পাপ কালিমা মুছে যাওয়া, সত্য জীবনযাপন করা, অন্যায় অত্যাচার বন্ধ করা, ন্যায্যতা আনায়নসহ ভালো কাজে আমাদের উদ্বুদ্ধ করা।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড়দিনের সব কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন। বাণীতে তিনি বলেন, ‘যুগে যুগে ধর্ম প্রচারকরা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তির জন্য সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে সবাইকে প্রেরণা যুগিয়েছেন। মহান যীশুখৃষ্টও একইভাবে তাঁর অনুসারীদের অসত্য ও অন্যায়ের পথ পরিহার করে পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ দিয়েছেন। শুভ বড় দিন একটি সার্বজনীন ধর্র্মীয় উৎসব। আর প্রতিটি ধর্মীয় উৎসবের অন্তর্লোক হচ্ছে সম্প্রীতি, সহাবস্থান ও শুভেচ্ছা।’

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, ‘প্রতি বছর এই দিনে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের খৃষ্টান সম্প্রদায়ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে শুভ বড়দিন উদযাপন করেন। আনন্দঘন এই শুভ দিনের উৎসব আয়োজনে এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা অংশ গ্রহণ করেন। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নির্দশন দৃশ্যমান হয় শুভ বড়দিনে। আশা করছি, সবাই স্বাস্থ্যবিধি মেনে বড় দিনের উৎসবে অংশ নেবেন। আমি বিশ্বাস করি, আমাদের শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে।’