ব্যারিস্টার মওদুদ আগের চেয়ে ভালো আছেন, দেখে এসে জানালেন ফখরুল

অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার মওদুদ আহমদ আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে হাসপাতালে গিয়ে মওদুদ আহমদকে দেখে আসার পর সাংবাদিকদের একথা জানান তিনি।

ফখরুল বলেন, ‘আমি উনাকে দেখে এসেছি। উনি (মওদুদ আহমদ) আগের চেয়ে ভালো আছেন এবং আমার সঙ্গে কথা বলেছেন। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

তিনি বলেন, ‘আমি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের সঙ্গে কথা বলেছি। আগামীকাল (বৃহস্পতিবার) তার হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার বসানো হবে। এখন একটা অস্থায়ী পেস মেকার আছে।’

বিএনপি মহাসচিবের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনও ছিলেন।

গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে মওদুদ আহমদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়েছে বলে চিকিৎসকরা জানান।

তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) তার নেতৃত্বে ছয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে নিবিড় পর্যবেক্ষণে রাখার এবং দ্রুত হৃদযন্ত্রের একটি স্থায়ী পেস মেকার বসানোর সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন- 

মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি

ব্যারিস্টার মওদুদ হাসপাতালে