ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ: জাসদ

বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে ঐতিহাসিক ছাত্র আন্দোলনের মহান ভাষা সৈনিকরা এবং একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে যারা ভূমিকা রেখেছিলেন তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতে বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে  ভাষাভিত্তিক আধুনিক রাজনৈতিক বাঙালি জাতীয়তাবাদের গড়ে উঠেছিল ।

বিবৃতিতে বলেন, বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করেই ধাপে ধাপে স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের ধারায় ১৯৭১ সালে বাঙালির স্বাধীন জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল।  মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিতাড়িত করেছিল। জাতিসংঘ কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান দ্বি-জাতি তত্ত্ব অর্থাৎ ইসলাম ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যায্যতা এবং বাংলা ভাষাভিত্তিক বাঙালির স্বাধীন জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার ন্যায্যতাকে প্রতিষ্ঠিত করেছে। একইসঙ্গে পৃথিবীর ভাষাভিত্তিক সব জনগোষ্ঠীর রাষ্ট্রীয় ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করেছে।

তারা বলেন,  পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব বাংলার বাঙালিদের আত্মপরিচয় মুছে দিয়ে চিরদিনের জন্য দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে বাঙালি জাতিকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করে রাখাতে বাঙালির মায়ের ভাষা বাংলা ভাষাকে কেড়ে নিয়ে বাঙালি জাতিকে হীনবল ও দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করতে চেয়েছিল। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি দ্বি-জাতি তত্ত্বের তমসাচ্ছন্নতা ভেদ করে আলোর পথ দেখেছিল এবং বাঙালি জাতীয়াবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ রাজনৈতিক জাতি হিসেবে গড়ে উঠেছিল।